সাম্প্রতকি বছরসমূহরে (৩ বছর) প্রধান র্অজনসমূহ
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কতৃক প্রদত্ত বিভিন্ন ট্রেডে যথা- (ক) কম্পিউটার অপারেশন (খ) জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস (গ) জেনারেল ইলেকট্রনিক্স (ঘ) অটো মেকানিক্স (ঙ) মেশিন টুল্স অপারেশন (চ) গার্মেন্টস , প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এলাকার বেকার যুবক/যুবতীদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। এ পর্যন্ত সাম্প্রতিক ৩ বছরে উল্লিখিত ট্রেডে ১২৬৮ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বিদেশে দক্ষ মহিলা কর্মী প্রেরণের জন্য সাম্প্রতিক ৩ বছরে ৮১ জনকে ০১ মাসের আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
দেশের রেমিটেন্স বৃদ্ধি করার জন্য এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষে বিদেশগামী পুরুষ কর্মীদের এয়ারপোর্ট ও বিদেশের আইন-কানুন, নিয়ম নীতি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান, কর্মক্ষেত্রের নিরাপত্বা বিষয়ক (০৩) দিনের প্রি-ডিপার্চার ট্রেনিং এর মাধ্যমে মাগুরা জেলা হতে সাম্প্রতিক ৩ বছরে ১৩০৩৪ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
দেশের বেকারত্বের হার কমানোর জন্য এবং বিদেশে সু-দক্ষ ড্রাইভারের চাহিদা পূরণ করার জন্য (SEIP) প্রকল্পের আওতায় মোটর ড্রাইভিং কোর্সের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রদান করে বিদেশে প্রেরণ করা হচ্ছে। সাম্প্রতিক ৩ বছরে ৩২০ জনকে দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তোলা হয়েছে।
১ লক্ষ দক্ষ ড্রাইভার তৈরীর লক্ষে দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় বিগত ০১/০১/২০২২ খ্রি: হতে ড্রাইভিং উইথ অটোমেকানিক্স ট্রেডে ২ শিফটে ইতিমধ্যে ৪০০ জন দক্ষ ড্রাইভার তৈরী করা হয়েছে।
সাম্প্রতিক জাপানে দক্ষ কর্মী প্রেরণের উদ্দেশ্যে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্স চালুর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জাপানিজ ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সাম্প্রতিক ৩ বছরে ৯৬ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস