Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ বান্ধব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি, জেলার প্রাণ কেন্দ্রে ২ একর জমির উপর নির্মিত আধুনিক স্থাপনা সমৃদ্ধ নিরিবিলি মনোরম একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জেলার শিক্ষিত অর্ধ শিক্ষিত ১৬ থেকে ৪৮ বছর বয়সের  বেকার যুবক যুবতীদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করার কাজে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি মনে করে অধিক জনসংখ্যা এখন আর কোনো বোঝা নয় বরং সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত এ দক্ষ জনশক্তি  দেশের অর্থনৈতিক কর্মকান্ডে যথেষ্ঠ ভূমিকা রাখছে। ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পদার্পনে কারিগরি সেবা প্রদানে টিটিসি মাগুরা বদ্ধপরিকর। আন্তর্জাতিক শ্রম বাজারে দক্ষ ও প্রশিক্ষত শ্রম বিনিময়ের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র নির্দেশনা অনুযায়ী মাগুরা টিটিসি সার্বক্ষণিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও চতুর্থ শিল্প বিপ্লবে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখতে জেলার সকল শ্রেণীর লোকদেরকে প্রশিক্ষণের আওতায় আনার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।