১। NSDA এবং NTVQF এর আওতায় দেশে বিদেশের কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নতুন নতুন অকুপেশনে RPL এর মাধ্যমে সনদায়নের ব্যবস্থা করা।
২। চলমান কোর্স সমূহের মান আন্তর্জাতিক (International Recognation) পর্যায়ে উন্নীতকরণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা।
৩। বৈদেশিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন ট্রেডে প্রশিক্ষণ কোর্স চালু করা এবং প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ ও স্বল্পদক্ষ কর্মক্ষম জনগোষ্টির সংখ্যা হ্রাস করতঃ দক্ষ জনশক্তি বৃদ্ধি করা।
৪। প্রশিক্ষণ কেন্দ্রকে বহুমাত্রিক ব্যবহারের নিমিত্তে উচ্চতর প্রশিক্ষণ কোর্স এবং দ্বিতীয় শিফ্ট চালু করা।
৫। Online/Web-based প্রশিক্ষণ কার্যক্রম।
৬। e-Learning এর আওতায় প্রশিক্ষণ চালু করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS